ঈশ্বরকে বিশ্বাস করে মরে যাওয়া ভাল
কেন না তারপর বেঁচে থাকা অন্ধের মত।
বিশ্বাসকে মনে হয় বাঁচার বিজ্ঞান
আর বিজ্ঞানকে মনে হয় অসমাপ্ত ক্ষত-
ক্রমশ বিস্তৃত হয় অথচ নিষ্প্রাণ!
আমি তো ভালই আছি ঈশ্বরকে ছাড়া
আমার মন্দির নেই, আমি গৃহহারা;
আমি তো ভালই আছি ঈশ্বরকে ছাড়া!
যদি মানতাম সত্যিই সে বেঁচে আছে
তোমাদের আরাধ্য সেই বধির ঈশ্বর
তবে একবার তাকে আমি করতাম খুন!
একবার তাকে আমি দেখাতাম বটে
মানুষের মত তার নেই কোন গুণ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন