শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮

প্রচণ্ডতাণ্ডবম (দুটো কবিতা)


বালচন্দ্রধরভাল, গঙ্গা গরজে জটাজুট মাঝে
মুদিতনয়ন, মোহন-আনন, সমাধিমগন ধিয়ানে রাজে।
ভস্মাঙ্গরাগ-ভূষিত-অঙ্গ, ভূতকোটী-গণ বিহরে সঙ্গ
ভুবনবিনাশী ভ্রুকুটিভঙ্গ গালে বম বম ধ্বণি বাজে!
কালকূটবিষাপীত বক্ষ, মহাকাল ঘোর দলিত-দক্ষ
মদনান্তক- ভকতে রক্ষ, জাগো ভৈরব সাজে!  

(২)

অসিতে রুধিরধার দানাপুরে হাহাকার
দুলিছে প্রলয়দোলে গলায় কপালহার!
হুংকারে কম্পিত মূরছে অসুরলোক
মূরতি ভীষণা অতি নয়নে ঝরিছে কোপ!
ধরিয়া রণের বেশ ছুঁড়িয়া মোহিনীসাজ
শিবের পুরাঙ্গনা ত্যাজিল সতীর লাজ!
হাসিতে ভয় ভীত দিতির তনয় যত
তরাসে মত্ত ধায় মহারথী কত শত!
ক্ষোভিতা বদনে জ্বালে মরণ বহ্নিজাল
পদতলে মহাকাল ভুলেছে ডমরু তাল!
__________________________

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...