কালো হাত নেমে আসে চোখের ওপর
ঘুম আয়, আয় ঘুম, আয় কালো রাত
অনেক ইচ্ছে আজ- হাতে রাখি হাত!
...............
সব বাসা বাসা নয়,
কিছু ভাল বাসা!
সব আছে
দরজা জানালা আছে
আছে ভ্যান্টিলেটর
মানুষ কখনো আসে
বহুদিন পর!
..............
সব আশা আশা নয়
কিছু দুরাশা,
কু-আশার কুয়াশায়
কিছু হতাশা
মাঝেমাঝে রাস্তা হারায়,
সুর্যের ছায়া এসে
থমকে দাঁড়ায়!
..................
হঠাৎ কখনো ভাবি- আমিও মানুষ
'মানুষের মত' কিছু নই!
চারপাশ ঘুরে দেখি জাসুসের চোখে
আমিও মানুষ- ভেবে পুলকিত হই!
.............
যদি এ সমাজ বলে ভুলতে তোমায়
তবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম বিশ্বযুদ্ধ হোক না!
জানি প্রতিবার হেরে যাব!!
.............
তবুও তো ভালবাসি,
তবুও তো মৃত্যু আসে
তবুও তো আসে অপবাদ!
অনেকের ভালবাসা বিনোদন প্রায়
অনেকের ভালবাসা মহা অপরাধ!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন