রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮

অসুখ

রাত রাত উজাড় করে চক্রব্যূহে ঘোরা।
নিষ্ক্রমণের পথ অজানা, অচেনা, অবরুদ্ধ
বুকের শ্বাস, হৃৎপিণ্ড পোড়া- মাতাল গন্ধ;
মেধার সাথে মনের যুদ্ধ, ঘনকৃষ্ণ-মুক্তকুন্তল
নাকি ভ্রমরাক্ষি- কোনটা সুন্দর, মৃদুলা মন্দ 
বায়ে যে অচঞ্চল বস্ত্র-অঞ্চল ঈষৎ নড়ে ঘাসের শীষের
দেশে, শিশিরস্নাত প্রথম বসন্তবেলা যে পদছাপ,
যে নুপুর সিঞ্জন আমাকে জাগায় গভীর ঘুমের
সম্মোহন শেষে, যে অকৃত্রিম উদগ্র আলিঙ্গনীপ্সা
প্রবল আগুন, খাণ্ডবপ্রস্থ গ্রাস, শ্লীলতার মনস্তত্ত্ববোধ
প্রথম মানবকৃত আদিমতম পাপ, স্বগত স্ববিরোধ
সে আমাকে টেনে হিঁচড়ে কোথায় নিয়ে যাচ্ছে?

এখন মনে হয় প্রেমে পড়া অসুখের মত!
আমি দারুণ অসুস্থ! আমি তিলেতিলে মরে যাচ্ছি তাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...