আমার রাত রাত ঘুম নেই মা
লক্ষ লক্ষ জোনাকীর মত দুঃশ্চিন্তা জ্বলে মাথার ভেতর।
ডাগর চোখে ডুকরে ওঠে উতলা অন্ধকার
আমার ভালবাসা, আশা ও সংসার
যা কিছু দেখি রাতের শরীরে নিরব নিথর
লুটিয়ে থাকে, আমি কি তার যোগ্য মা?
আমি কি ভিক্ষুকের সিংহাসন ছেড়ে নেমে এলাম
অমরাবতীর ধুলোমাখা পথে কারো পায়ের ছাপ দেখে?
তারপর যে কত মূহুর্ত গেল, কত স্বপ্ন এল কত রঙ মেখে
তার সবই কি আমার হবে মা?
কি প্রচণ্ড বিরহ আর দুরূহ বাস্তববোধ আমাকে পিষে পিষে মারে
আমি প্রেমের সাগরে কি সুখে ভাঙা তরীর পাল উঠিয়ে
অপেক্ষায় আছি, যে আছে ওই যে সুদূর পাড়ে
সে কি আমার জন্যই আছে জন্ম জন্মান্তরে
এলোচুলে তটস্থা আলোর জ্যোতি উদাসিনী?
বল মা, এত সুখ কি আমার কপালে ধরে?
মাগো, জগতে আর কাকে বলি আমি কত অসহায়
কতটা যন্ত্রণায় ইস্পাত কঠিন মনও ন্যুব্জ হয়ে যায়
লজ্জাবতীর মত, এতটা সংবেদশীলতা আমার আছে
জানো তো মা মুখচোরা ছেলেটা কতটা লুকিয়ে বাঁচে
ছুরি বিঁধিয়ে পাঁজরার নিচে কি করে সে হাসে
জানো তো মা, তুমি ছাড়া আর কে জানবে বল?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন