বিশ্বজোড়া পাঠশালা মোর, সবাই আমার ছাত্র
এসো এসো পড়তে বস, এ তো মাত্র আধেক রাত্র।
ধর্মাধর্ম হিত-অহিতের পাঠ দেব হে আজ
ওকি! ওকি! ঘুমাচ্ছ কি! নেইকো শরম লাজ?
বিনি প’সায় কেউকি শেখায় আমার মতন শাস্ত্র?
অধম তোমরা, ক্ষুদ্র আধার, ক্ষুদ্র জ্ঞানের পাত্র!
অ্যাঁ.........
মৎস্য খেয়ে কৃষ্ণ কথা করতে এলে শ্রবণ!
হে মাধব, এদের চেয়ে ঢের ভাল তো যবন।
হরিকথা শোনার আগে দেহশুদ্ধি চাই,
নাক কপালে লম্বা তিলক, গলায় তুলসী কেন নাই?
ওহে রসুন পেঁয়াজ খেয়ে এলে মুখে ভীষণ গন্ধ
ভাল হয়ে কালকে এসো, পাঠশালা আজ বন্ধ!
__________________________
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন