ওহে অতন্দ্র, চোখ বোজ।
হায়েনার নখর বিষিয়ে তুলেছে রাত্রির বুক!
বিবেকে বৈকল্য এল, কৈবল্য লাভের কথা
ভন্ডরা বলে, তারা বলে ধ্যানী হও
হৃদয় উচ্ছন্নে যাক, মৈথুনোদ্রেক চাপা থাক
পাথরের মত, স্বমেহনে কেঁপে ওঠ থরথর করে;
মুখে বল তুমি মদনবিজয়ী বীর, পঞ্চশরের ক্ষত-
মুক্ত, অচঞ্চল, নিষ্কম্প দীপশিখা, অকলঙ্ক, ঝড়ে
পদ্মাসনস্থ বুদ্ধ সেজো, সেজে থাকা শ্রেয়,
হতে যাওয়া অতীব দুষ্কর!
লোকে তো পদধূলি আপনিই নেবে!
কলিকলুষ রঞ্জিত গৈরিক যোগী, ধনতন্ত্র তস্কর
সবার সম্মান আছে রাজাধিরাজ! কাঁঠাল ভাঙো
সমাজের মাথার ওপর, ভেঙে খাও, আমরা নিরব!
অর্থ নিও, আশির্বাদ দেবে, ধর্মদেশনা হবে ব্যবসানির্ভর
আমরা নিরব! আমাদের জুজুবুড়ি চারপাশে ঘোরে,
তুমি সুযোগটা নিও!
সবকিছু চলে গেছে প্রেমের বিরুদ্ধে আজ,
তোমাদের ত্যাগের মন্ত্র, ভোগবাদ বিরোধিতা সব
উচ্চমার্গের উন্নাসিকতাজাত অপরিপক্ব অবদমিত বাসনার
ক্রন্দনধ্বনি, তা দিয়ে ভুলিয়ো জগত, ভালবাসাকে বোলো
মায়ার সংসার, অতএব ত্যাজ্য বটে!
গুপ্তকামে জ্বলে যেও, আর সত্যের বিরাট সংকটে
মিথ্যাকে দিও গভীরে আশ্রয়!
লোকে তো পদধূলি আপনিই নেবে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন