আমাকে বিশ্বাস কর,
আমি মানুষ, আমি সব পারি
তোমার বিশ্বাসকে কেটেকুটে তছনছ করে
আমি পারি যা ইচ্ছে করতে!
আমি পারি, সব পারি
বিশ্বাস কর, আমি পারি, সবকিছু করতে পারি!
আমি মানুষ, আমি মানুষ হয়েই পারি অন্য মানুষের
বিশ্বাসকে খেলনা করে প্রমোদিত হতে!
বিশ্বাস ভেঙে গড়ে দিতে অবিশ্বাস্য বাস্তব নিবিড় নির্মমতায়;
বিশ্বাস কর আমি হাসতে পারি, আমি মানুষ, তুমি কাঁদতে পার
বিশ্বাস রেখো তবু, মানুষ বিশ্বাসের দাসত্ব করে না
মানুষ বিশ্বাস ভাঙে, টুকরো টুকরো করে মানুষের আপন নিয়মে।
বিশ্বাস কর, আমি মানুষ
আমি সর্বক্ষেত্রে তোমার বিশ্বাসের যোগ্য নই!
এটুকু আস্থা তুমি রাখতেই পার,
এটুকু ভরসা তুমি করতেই পার
এটুকু যৌক্তিক তুমি হতেই পার যে- আমি মানুষ!
আমি প্রতিটা মূহুর্তে তোমার মনের মত নই
ছিলাম না কোনদিন, না হব ভবিষ্যতে, না আমি বর্তমানে আছি!
আমি স্বাধীন! স্বতন্ত্র! বিশ্বাসকে আমি জুতোর তলায় পিষে
ছুঁড়ে দিতে পারি যে কোনদিন তোমার মুখের ওপর
নিজের ওপর এটুকু বিশ্বাস আমার অবশ্যই আছে
আমি যে মানুষ, আমি এটুকু করতেই পারি!
বিশ্বাস কর আমি সব পারি
বিশ্বাসের বোঝা ভারী কর একটু একটু করে
পরিশেষে বিশ্বাস কর, মানুষ সব পারে
বিশ্বাসকে খুন করা তো মামুলী কাজ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন