মঙ্গলবার, ৮ মে, ২০১৮

সুলতানা রাজিয়া

সুলতানা রাজিয়া
ভাত হাইউনা আজিয়া?
হ্যান গরি ক্যা চ'র!
ওম্মারেম্মা, শতান মাইয়া!
আঁত্তে লাগের ডর!

দুইজ্জা উডি পোইরো' পাড়ত
তোঁয়ারে চাইবাইল্লাই,
ঘুম্মা'ন ছাড়ি দুঁ'রি আইলাম
জানো না কিল্লাই?

এহন ওবা মেজাজ দেহৌর
ঢং গরদ্দে হতো!
দেক্ষুম ত আঁই জামাই ক্যান প'
অইবু না আঁর মতো!

বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

ভাগাড় ও মেট্রো

ভাগাড়ের মরা খেয়ে অন্ত্রে বর্জ্য বায়,
পুরীষ উর্ধ্বগামী, অন্তরে লভিয়া ঠাঁই
নানাবিধ তত্ত্ব রূপে উদগত যবে,
আচম্বিতে মেট্রোরেল মহা কলরবে
উদিলা পত্রিকামাঝে বিজ্ঞজনে হাঁকি
কলিকাতা রঙ্গালয়ে আর কি রঙ্গ বাকি!

না মানি বিধির বিধি গুণনিধি সবে
আলিঙ্গনান্দোলনে বঙ্গোদ্ধার করে।
বাঙালীর বাঙালিত্ব এ হেন গৌরবে
ভাগাড়ের মরা খেয়ে ভাগাড়েই মরে!

বুধবার, ২ মে, ২০১৮

দ্বৈতকথা

আমার ঘরে নিভলে বাতি
তোমার ঘরও অন্ধকার
তবু
দুই দুনিয়ায় বসত মোদের
ভাবলে কেমন চমৎকার।

মনমাঝারে নিঝুম দেউল
বাদলা রাতে সারং গায়,
আমার বাড়ির ছ্যাঁদা চালা
বৃষ্টি ঝরে তোমার গায়।

এক জীবনের দুই কিনারে
এক তরীতেই পাল তুলি,
এক সুরেতেই বাঁধতে চেয়ে
দুই পরাণের গানগুলি

আজ

ভাঙা বাঁশির মন ফোয়ারায়
বুকফাটা কার চোখের ধার,
দেখতে কি পাও চোখ খুলেও
কার দু'চোখে ব্যথার ভার

বইতেও গিয়ে থমকে গেছে
তোমার হাসির উচ্ছাসে,
বোঝাই আমি কেমন করে
সব কথা এক নিঃশ্বাসে।

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...