বুধবার, ২ মে, ২০১৮

দ্বৈতকথা

আমার ঘরে নিভলে বাতি
তোমার ঘরও অন্ধকার
তবু
দুই দুনিয়ায় বসত মোদের
ভাবলে কেমন চমৎকার।

মনমাঝারে নিঝুম দেউল
বাদলা রাতে সারং গায়,
আমার বাড়ির ছ্যাঁদা চালা
বৃষ্টি ঝরে তোমার গায়।

এক জীবনের দুই কিনারে
এক তরীতেই পাল তুলি,
এক সুরেতেই বাঁধতে চেয়ে
দুই পরাণের গানগুলি

আজ

ভাঙা বাঁশির মন ফোয়ারায়
বুকফাটা কার চোখের ধার,
দেখতে কি পাও চোখ খুলেও
কার দু'চোখে ব্যথার ভার

বইতেও গিয়ে থমকে গেছে
তোমার হাসির উচ্ছাসে,
বোঝাই আমি কেমন করে
সব কথা এক নিঃশ্বাসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...