বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

ভাগাড় ও মেট্রো

ভাগাড়ের মরা খেয়ে অন্ত্রে বর্জ্য বায়,
পুরীষ উর্ধ্বগামী, অন্তরে লভিয়া ঠাঁই
নানাবিধ তত্ত্ব রূপে উদগত যবে,
আচম্বিতে মেট্রোরেল মহা কলরবে
উদিলা পত্রিকামাঝে বিজ্ঞজনে হাঁকি
কলিকাতা রঙ্গালয়ে আর কি রঙ্গ বাকি!

না মানি বিধির বিধি গুণনিধি সবে
আলিঙ্গনান্দোলনে বঙ্গোদ্ধার করে।
বাঙালীর বাঙালিত্ব এ হেন গৌরবে
ভাগাড়ের মরা খেয়ে ভাগাড়েই মরে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...