শত আলেয়ার আঁধারি খেলায় আমি দেখি তুমি আমারি
তোমাকে বসাতে পূজার বেদীতে আমি অধোমুখে দেবী পূজারী,
আমি করি ভুল, আমি করি পাপ, অর্ঘ্য রচি গো দিয়ে অনুতাপ
ফুল-চন্দনে মানি না যে বিধি, মন্ত্রে কি কারিগরি?
আমি পথহীন, গতিহীন রথে, যেটুকু চলেছি তোমার আলোতে
প্রগলভ হয়ে তাও করি দূর, আমার আকাশে নেই রোদ্দুর
মেঘ গেছে ছেয়ে ঘু্র্ণিবাতের, তারই মাঝে আশা করি-
তুমি রবে দেবী প্রলয়ে আমার, অকূলে ভাসার তরী।
তোমাকে বসাতে পূজার বেদীতে আমি অধোমুখে দেবী পূজারী,
আমি করি ভুল, আমি করি পাপ, অর্ঘ্য রচি গো দিয়ে অনুতাপ
ফুল-চন্দনে মানি না যে বিধি, মন্ত্রে কি কারিগরি?
আমি পথহীন, গতিহীন রথে, যেটুকু চলেছি তোমার আলোতে
প্রগলভ হয়ে তাও করি দূর, আমার আকাশে নেই রোদ্দুর
মেঘ গেছে ছেয়ে ঘু্র্ণিবাতের, তারই মাঝে আশা করি-
তুমি রবে দেবী প্রলয়ে আমার, অকূলে ভাসার তরী।
ছন্দ এবং এই ভাষায় লিখতে যে দক্ষতা লাগে তা প্রণম্
উত্তরমুছুনআপনার মন্তব্যটা পুরোপুরি দেখতে পেলাম না।
উত্তরমুছুন