কোন কিছু লেখারই আর প্রয়োজন পরে না,
ভাগে ভাগে দলে দলে ভেঙে গেছি,
গোড়ালি-হাঁটু-পাঁজর-কোমর—
নড়ে গেছি স্থানে স্থানে—
আতুরের কি আর স্বদেশ বিদেশ বল,
অতুলিত বাতুলতার পানে—
তাই চিত্তবিমুখ!
কারা কারা প্রতিবাদে যায়,
কারা চায় নিত্য বিবাদ—
এসবে অরুচি এসে গেছে,
বিদ্রোহে দ্রোহ জন্মে হল পিছল শ্যাওলা,
সাহিত্য— সে তো ছ্যাবলামি লাগে!
কোন গীতসুধায় দিতে পারি না তো প্রাণ—
কত বানোয়াট দ্বন্দ্ব তুলে কত প্রলাপ,
কত ক্ষুরধার ক্ষোভিত শ্লোগান—
পেটের ক্ষুধায় মিইয়ে পরে,
কতক গরিমসি করে ভুলে যেতে থাকি—
সবকিছু যে মনে তুলে নেয়,
কারো মনে সে পায় না তো ঠাঁই!
এখন এ পৃথিবী দ্ব্যর্থহীন ছল-চাতুরির চালে
সৌহার্দ্যহীন নরকের মত—
ভালোবাসার ভাঁড়ামি আছে, গাণিতিক ভাবে—
ন্যাকামো হয়েছে শান্তির পরম মান,
ভনিতার কুম্ভীরাশ্রু জলে অযুত নিযুত—
সত্য গেছে বিনাযুদ্ধে মরে—
কেউ তো অকারণে করেনি সন্ধান!
ভাগে ভাগে দলে দলে ভেঙে গেছি,
গোড়ালি-হাঁটু-পাঁজর-কোমর—
নড়ে গেছি স্থানে স্থানে—
আতুরের কি আর স্বদেশ বিদেশ বল,
অতুলিত বাতুলতার পানে—
তাই চিত্তবিমুখ!
কারা কারা প্রতিবাদে যায়,
কারা চায় নিত্য বিবাদ—
এসবে অরুচি এসে গেছে,
বিদ্রোহে দ্রোহ জন্মে হল পিছল শ্যাওলা,
সাহিত্য— সে তো ছ্যাবলামি লাগে!
কোন গীতসুধায় দিতে পারি না তো প্রাণ—
কত বানোয়াট দ্বন্দ্ব তুলে কত প্রলাপ,
কত ক্ষুরধার ক্ষোভিত শ্লোগান—
পেটের ক্ষুধায় মিইয়ে পরে,
কতক গরিমসি করে ভুলে যেতে থাকি—
সবকিছু যে মনে তুলে নেয়,
কারো মনে সে পায় না তো ঠাঁই!
এখন এ পৃথিবী দ্ব্যর্থহীন ছল-চাতুরির চালে
সৌহার্দ্যহীন নরকের মত—
ভালোবাসার ভাঁড়ামি আছে, গাণিতিক ভাবে—
ন্যাকামো হয়েছে শান্তির পরম মান,
ভনিতার কুম্ভীরাশ্রু জলে অযুত নিযুত—
সত্য গেছে বিনাযুদ্ধে মরে—
কেউ তো অকারণে করেনি সন্ধান!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন