বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

ভুলের কাব্য

ভুল হয় গ্রীষ্ম দহনের মত,
রোজ ভোরে ফুল ফোটার মত,
আষাঢ়ের অলস ঝড়ের মত ভুল হয়।
ভুল হয় সদ্য কুঁড়ির মত,
ভুল ঝরে শুকনো পাপড়ির মত,
শীতের সকালে টিনের চালে টুপ করে চুপ করে শিশিরের মত ভুল ঝরে।
ভুল হয় ফাগুনমাসের নতুন কিশলয়,
প্রেয়সীর উদ্দাম চুলে যৌবনের উন্মেষের মত
ভুল হয় শরতের ধানখেতের মত বিস্তৃত
জীবনে প্রতিটি অধ্যায়ে ভুল হয়!

১৭/৬/২০১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...