চারিপাশে আজ শুনি
বিস্ফুট ককটেল ধ্বণি
এরশাদ মামা করে
নিত্য যাত্রাপালা!
নেতার ভাষণে জ্বলে
গাড়িতে আগুন
টিভির খবরে দাদা
কান ঝালাপালা!!
ইলেকশনের আগে
পাবলিক নিশি জাগে
হসপিটালের বেডে
গুলিবিদ্ধ লাইফ!!
আন্দোলনের জোরে
চারিদিকে বোমা ওড়ে
চামচারা ধরে আছে
বড় বড় নাইফ!
অবরোধে অনুরোধে
গলে না গদির জান
রাস্তায় মরে খালি
আজাইরা পোলাপান!
গণনন্ত্র ঘন ঘন
ছুটে যায় টয়লেট!
দেশময় ডায়রিয়া
স্যালাইনে বেশী রেট!
৩/১২/১৩
বিস্ফুট ককটেল ধ্বণি
এরশাদ মামা করে
নিত্য যাত্রাপালা!
নেতার ভাষণে জ্বলে
গাড়িতে আগুন
টিভির খবরে দাদা
কান ঝালাপালা!!
ইলেকশনের আগে
পাবলিক নিশি জাগে
হসপিটালের বেডে
গুলিবিদ্ধ লাইফ!!
আন্দোলনের জোরে
চারিদিকে বোমা ওড়ে
চামচারা ধরে আছে
বড় বড় নাইফ!
অবরোধে অনুরোধে
গলে না গদির জান
রাস্তায় মরে খালি
আজাইরা পোলাপান!
গণনন্ত্র ঘন ঘন
ছুটে যায় টয়লেট!
দেশময় ডায়রিয়া
স্যালাইনে বেশী রেট!
৩/১২/১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন