তবুও মিথ্যাকে আঁকড়ে থাকার ভীষণ প্রয়াস,
তবুও কৃত্তিম হাসির সরস উচ্ছাস,
তবুও অতৃপ্ত বাসনার বিষজ্বালা বুকে ধরে বাঁচা,
অভিনয়ের অভিযোগে দগ্ধ বিশ্বাস,
এর মাঝে পথ চলা, সংক্ষেপে কথা বলা,
ধীরে ধীরে ধুয়ে ফেলা পুরানো আবাস,
নতুন আসবে বলে সাজাই আকাশ!
১৪/৬/১৪
তবুও কৃত্তিম হাসির সরস উচ্ছাস,
তবুও অতৃপ্ত বাসনার বিষজ্বালা বুকে ধরে বাঁচা,
অভিনয়ের অভিযোগে দগ্ধ বিশ্বাস,
এর মাঝে পথ চলা, সংক্ষেপে কথা বলা,
ধীরে ধীরে ধুয়ে ফেলা পুরানো আবাস,
নতুন আসবে বলে সাজাই আকাশ!
১৪/৬/১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন