কেঁদো না কেঁদো না রাণী, উমা আমার কোথা
যায়?
মুদিলে দু নয়নে হেরো, অন্তরে যে দেখা
পায়!
সায়ুধবাহনা তারা, নিত্যা, চৈতন্যধারা,
গুণত্রয়ে সালংকারা, প্রেমডোরে ধরে কায়!
অথচ সে নির্গুণা, প্রপঞ্চে বিরাজমানা,
লীলারূপে কন্যা হল, পুণ্য কত ভাব তা’য়!
বলি গো মেনকারাণী, দুয়ারে যে শূলপাণি,
দাঁড়ায়ে রয়েছে দেখি, ডাক গো আমার উমায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন