সংসার-মাঝে হলাহল-স্রোত জাগ্রত কোলাহলে,
সমুখে দাঁড়াও অমৃতের তরী, দুখের উজান ঠেলে!
সংশয় ঘোর ব্যথার আকাশে একেলা বিহগ-ডানা-
আমি ঘুরে মরি, চোখের কোটরে মরণ অশনি-হানা,
এসো তমোহারী বিজয়ধ্বজে ধ্রুবজ্যোতি তব জ্বেলে!
সংসার-মাঝে হলাহল-স্রোত জাগ্রত কোলাহলে.........
নিবিড় মোহের কুহক আড়ালে, নীরবে নিভে গো যাই,
ব্যর্থ পরাণ-প্রদীপের শিখা, অপলাপে কত রাগিনী গাই!
সাধ করে বাঁধি তার ছেঁড়া গান, সুর কাটে বাঁধা তাল-লয়ে
উদাস জনম নদীতীর যেন, ভাঙে গড়ে আর যায় বয়ে,
কেউ কি রবে না দিনশেষে আর অভাগার তরে দোর খুলে?
সংসার-মাঝে হলাহল-স্রোত জাগ্রত কোলাহলে.........
_______________
রচনাকাল- ২৭ অক্টোবর, ২০২০। রাত ১০ঃ৪৯
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন