রবিবার, ১ নভেম্বর, ২০২০

অপরিপাটি

কারা কি কি বলে কি তাতে পরোয়া!

কেউ বলে ‘ব্যাটা উড়নচণ্ডী’

কেউ ভাবে ‘না না গণ্ডিবদ্ধ,

নয়কো মদ্দ, হদ্দ ঘরোয়া!’

 

কারা কারা ভাবে ভালবাসে বলে

আমি ইনিয়ে-বিনিয়ে কথা ক’ব!

ঢল ঢল মধু পিরিতি আলাপে

যত বিচুটি পাতার জ্বলুনি স’ব!

 

দাসখত আমি দিয়েছি বা কাকে

মনোমত তার বদলাতে হবে?

কার কাছে ঋণী রয়েছি এমনি

অনাদায়ে ঋণ গালাগালি দেবে!

 

কারো কাছে ভুলে বিকাইনি মাথা,

এর চেয়ে ভাল মাথা কাটি!

গুছিয়ে মিথ্যা কইতে পারিনে

আমি একচুলও নই পরিপাটি!

 

 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...