রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

মাতলামি

 

চোখ মেলেছি, কান খুলেছি- ভণ্ডামি আর আঁতলামি,

হাঁচা কথা শুনতে লাগে, দিন-দুপুরে মাতলামি!

 

মুখোশ পড়া ভাঁড়ের দলে বিদ্যাভূষণ রাজার সভায়,

রন্তভাণ্ড পূর্ণ যতেক ন্যাকা-পাকা-বোকা-হাবায়!

ফুটেজ পেলেই সেলিব্রেটি, তাদের কথা-ই মানবে লোকে,

আমার কোন ফুটেজ তো নেই, মরব বটে ফুটেজ-শোকে!

মরলে তবে কেঁদেই কি লাভ,

কে আমার আর কার আমি!

হাঁচা কথা শুনতে লাগে, দিন-দুপুরে মাতলামি!

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...