রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

মাতলামি

 

চোখ মেলেছি, কান খুলেছি- ভণ্ডামি আর আঁতলামি,

হাঁচা কথা শুনতে লাগে, দিন-দুপুরে মাতলামি!

 

মুখোশ পড়া ভাঁড়ের দলে বিদ্যাভূষণ রাজার সভায়,

রন্তভাণ্ড পূর্ণ যতেক ন্যাকা-পাকা-বোকা-হাবায়!

ফুটেজ পেলেই সেলিব্রেটি, তাদের কথা-ই মানবে লোকে,

আমার কোন ফুটেজ তো নেই, মরব বটে ফুটেজ-শোকে!

মরলে তবে কেঁদেই কি লাভ,

কে আমার আর কার আমি!

হাঁচা কথা শুনতে লাগে, দিন-দুপুরে মাতলামি!

 

 

 


বুধবার, ১১ নভেম্বর, ২০২০

নয়নসমুখে দাঁড়া (বাউল)

 

কেমনে বল পারে যাব, কোথা গো তরণী তারা?

ঘাটে এসে বসে আছি, ডেকে কারো পাইনে সাড়া!

 

সাজিয়ে শতেক মোহ, সংসারে সঙ-সমারোহ

দিনশেষে সার বুঝেছি, তাই ধর্মাধর্ম হল সারা!

 

বলি তোরে হরজায়া, সুত-প্রতি নাই কি মায়া,

মায়াতীতা জানি বটে, (তবু) কেমনে রই মাতৃহারা?

 

ষড়-যন্ত্রে পঞ্চতত্ত্ব, প্রপঞ্চে সদা প্রমত্ত,

কেঁদে বলে বিশাখদত্ত, মাগো নয়নসমুখে দাঁড়া!

 


রবিবার, ১ নভেম্বর, ২০২০

অপরিপাটি

কারা কি কি বলে কি তাতে পরোয়া!

কেউ বলে ‘ব্যাটা উড়নচণ্ডী’

কেউ ভাবে ‘না না গণ্ডিবদ্ধ,

নয়কো মদ্দ, হদ্দ ঘরোয়া!’

 

কারা কারা ভাবে ভালবাসে বলে

আমি ইনিয়ে-বিনিয়ে কথা ক’ব!

ঢল ঢল মধু পিরিতি আলাপে

যত বিচুটি পাতার জ্বলুনি স’ব!

 

দাসখত আমি দিয়েছি বা কাকে

মনোমত তার বদলাতে হবে?

কার কাছে ঋণী রয়েছি এমনি

অনাদায়ে ঋণ গালাগালি দেবে!

 

কারো কাছে ভুলে বিকাইনি মাথা,

এর চেয়ে ভাল মাথা কাটি!

গুছিয়ে মিথ্যা কইতে পারিনে

আমি একচুলও নই পরিপাটি!

 

 

 

 

 

 

 


আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...