বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

নিভৃত ছাই

 

একেলা বাঁধি, একেলা গাই

একেলা কাঁদি, একেলা ধাই

একেলা পথে, একেলা স্রোতে

একেলা চলা বিরাম নাই!

 

নয়ন অন্ধ, শ্রবণ বন্ধ,

মূক-মরমে মরণ ছন্দ

দুলে দুলে ওঠে দুর্বার স্রোত

মথনের শেষ, গরল খাই!

 

তিমির প্রকট, ভগ্ন শকট

বন্ধুর পথ, ঘোর সংকট,

পরাণের তলে আগুন আলোক

প্রভাত বেলায়, নিভৃতে ছাই!  

 

 

২টি মন্তব্য:

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...