সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

দুর্দিন

 

কখনো একটি দিন নিস্তরঙ্গ পয়োধিগর্ভে লীন,

সুখ-অসুখ-দ্বন্দ্বাতীত, প্রেম-অপ্রেম-রহিত অচল ক্ষণ,

স্থাণু, থির মেঘদল, গতিহারা, তেমনি কাটে

সুরলয়-ছন্দ-হীন!

অন্তরে অচঞ্চল নেতিয়ে পড়েছে ঝড়,

সুদূরে কারো কূলে, খেয়াবাটে

মাঝি নেই! ও দেশে মন্বন্তর!

অসহ দুর্দিন!

 

মনে মনে একটি একটি মীড় ছিঁড়ে ছিঁড়ে যায়,

শুকনো গোলাপের মত; উপেক্ষা, আক্ষেপ

স্নেহলেপ, প্রণয়-বিক্ষত বিগতমোহ আত্মায়

উদাস হয়ে বসে আছি কখনো একটি দিন

এমনি কাটে, একান্তে জড়খণ্ড হয়ে,

প্রকাণ্ড প্রাণহীন!  

 

 

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...