বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

চরৈবেতি

 

যদিও আঁখির আগে অচল অর্গল,

যদি দেখ অলঙ্ঘ্য স্রোতরাশি উছল পাথার,

শকট বিকল যদি হয়, যদি ভয়-

তরী ডোবে, ছেঁড়ে পাল, ভাঙে হাল;

তবু বলি, বন্ধু হে ‘চরৈবেতি’!

 

সঘন-মগন-ঘন দিকচক্রবাল, ঐ,

চক্রব্যূহ রচে আঁধারে অরণ্যরাজি,

বজ্রকৃপাণ ক্রুর ঝলকে আকাশ পথে,

প্রলয় শিঙ্গা যদি গরজি উঠে বাজি-

ভৈরব ওষ্ট হতে!

পিশাচ-প্রেতদলে, অথবা মার মোহিনী ছলে,

তুমি ফিরো না পশ্চাতে,

বন্ধু হে ‘চরৈবেতি’!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...