রবিবার, ১ আগস্ট, ২০২১

শিব-ধ্রুপদ

 

শমন-দমন-মদ-মদন-মর্দন-মহেশ

মৃত্যুঞ্জয় অনাদিদেব, দেব মহাকাল!

শশীমৌলীযুত, অযুত সুর-মুনি-সেবিত,

ধ্যাবত জিষ্ণু-বিষ্ণু; ভো শম্ভো, দীনদয়াল!

 

কপাল-করে, পন্নগমাল,

ধুর্জ্জটি কটিবাস বাঘছা্‌ল,

পিণাক-বিষাণ-ত্রিশুলহস্ত,

অট্টহাস, চন্দ্রহাস- করবাল!

 

অঘদল, দুরিতদল, ভো বিনাশকারী,

শৈলসুতাপতি, ত্রিলোকনাথ, ত্রিপুরারি,

ত্র্যম্বকধর, হর, ভূতাধীশ, ভব, ভবেশ,

গাবত ভকত তোঁহারি, বাজত সুলতাল!

 

 

সুলতালেই বাঁধব।

 

 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...