বুধবার, ৪ আগস্ট, ২০২১

জাগছে জীবন

 

কোনদিন

ভদ্দুপুরে বৃষ্টি শেষে রোদ্দুরে,

মিলবে দেখা পাখির আকাশ,

যাচ্ছে ভেসে কদ্দুরে!

যেখান থেকে আসছে হাওয়া,

সুরের ঢেউয়ে, মাতাল মাঝি,

মাতলা নদীর বাঁক ঘুরে;

খুলে গাওয়া

ভাটিয়ালীর ভরাট মাতম

বুক জুড়ে,

ভদ্দুপুরে বৃষ্টি শেষে রোদ্দুরে,

 

তেমনি কোন উতল দিনে,

সুতলি কাটা মন ঘুড়ি

আকাশ-কুসুম-কন্টকে

আটকে গেল একটু উড়ে

মন টেনেছে ফুলকুঁড়ি,

বদ্ধ হবার শঙ্কাকে

তাই তুড়ি মেরে

উড়িয়ে দিয়ে পথ ভোলা,

ঝড়কে ডাকে কবাট খুলে,

পাঁজরাতলে দেয় দোলা

কোন আদ্যিকালের মরণনেশা

দিক ভুলে,

জাগছে জীবন, ঘুমের দেশে

হাই তুলে!

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...