বুধবার, ১১ আগস্ট, ২০২১

পাছে লোকে কিছু বলে

 

এই অপ্রেমে পতিত আত্মায় বেঁধে ছলে-বলে-কৌশলে,

প্রেমের পূজারী হয়েছিই বটে, পাছে লোকে কিছু বলে!

পাছে যদি কেউ ভেবে বসে আমি ভেতরে কতটা দীর্ণ,

কেউ যদি জানে শিরা ও ধমণী, বিষস্রোতে তারা শীর্ণ

তাই সুধাক্ষরা বুলি, মসীমুখে খুলি, ভাসি তারি কল্লোলে,

পাছে লোকে কিছু বলে! ভাবি, পাছে লোকে কিছু বলে!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...