বুধবার, ১১ মে, ২০২২

কেহ সহে না

 

কেহ রহে কেহ রহে না,

চলে যায় বলে প্রাণের বেদন

কেহ সহে কেহ সহে না। 


মায়া দিয়ে বাঁধি দু'দিনের গেহ,

কত ভালবাসা, কত প্রেম, স্নেহ

তটিনীর মত জীবন চলেছে-

সমস্রোতে সে তো বহে না। 


হারাবো যে ধনে তারে চাহি নিতি,

তারে রাখি মনে বোঝে না যে প্রীতি

তাহারে বলেছি মরমের কথা-

যে বা কোনদিন কিছু কহে না। 


ওগো কেহ সহে 

কেহ সহে না। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...