কেহ রহে কেহ রহে না,
চলে যায় বলে প্রাণের বেদন
কেহ সহে কেহ সহে না।
মায়া দিয়ে বাঁধি দু'দিনের গেহ,
কত ভালবাসা, কত প্রেম, স্নেহ
তটিনীর মত জীবন চলেছে-
সমস্রোতে সে তো বহে না।
হারাবো যে ধনে তারে চাহি নিতি,
তারে রাখি মনে বোঝে না যে প্রীতি
তাহারে বলেছি মরমের কথা-
যে বা কোনদিন কিছু কহে না।
ওগো কেহ সহে
কেহ সহে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন