বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

খেয়ালী বিহগ

 

আমার কিচ্ছুটি বলার নেই,

ফ্যালফ্যাল করে চেয়ে থাকা, তদ্ভিন্ন অবকাশ নেই

ফিসফিসিয়ে ওঠার বাতাসের কানে কানে।

যারা জানে, তারা জানে-

অ-বাঙ্ময় হয়ে আছি কবে থেকে, নিগূঢ় খোলসে-

খরতর কথার স্রোত বয়ে যায়,

অদৃশ্যের টানে। 


কাউকে শোনানোর নেই নতুন কিছু-

সকল নিঃশেষে প্রেতলোকে তলিয়ে গেল ধীরে। 

এখন উদ্ভ্রান্ত অন্তরে উঠেছে বিকট ঝড়

খেয়ালী বিহগ কিছু তবু তো এলো না ফিরে-

নীড়ে। 


কিছু বোঝানোর নেই তো বাকী,

কোথাও রাখিনি ফাঁকি বিলিয়ে দিতে গপ্তধনের চাবি। 

ফতুর হয়েছি সাধে, জানো বটে-

ভিক্ষা চাইতে পারি, ভিখিরি জানে না দাবী-

দাওয়া কিভাবে উত্থাপিত হয়,

কোথায় বা কার কাছে,


কোন পথ ঘিরে। 


খেয়ালী বিহগ কিছু তবু তো এলো না ফিরে-

নীড়ে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...