কণ্টক-কিরীটী,
ক্রুশলগ্ন ঈশ্বরপুত্রের মত প্রস্তর-
মুরতি হয়ে অন্তর- বাণবিদ্ধ বলাকা-জীবনে
অভিনন্দিত;
অকবিত্বে প্রাঞ্জল ব্রহ্মাণ্ড-কোটি-
সরলার্থে ব্যাপৃত মায়ার শৃঙ্খলে, মায়াতীত-
সত্ত্বান্বেষণে, সত্যহীন প্রমাদে গেল ছেয়ে।
ঝড় আসেনি এখনো এখানে,
আকাশগঙ্গা ফেলে মেঘেরা গেছে বেয়ে-
লোকান্তরের খেয়া।
ডাহুক ডাকে আঁধার হলে বাঁশের বনে,
শিবাদল আসে নিশির কোরকে,
জ্যোছনা অপরিমেয়া-
জানালা ঘেঁষে যথারীতি দাঁড়িয়ে বিহ্বলা-
শুধোয়-
জীবন তুমি কি পন্নগের ফণা শুধু,
শুধু কি বিষ-শর-ফলা-
অদৃশ্য তূনীরে বাঁচো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন