ওমা,
সাধন বিনা তোমার বীণা বাজাব সাধ সাঙ্গ হল,
দিনের
শেষে এটুক চাওয়া, তিলেক মাগো বদল তোল।
গাঁথব
বলে সুরের বাণী, আকাশ পাতাল কতই ছানি—
এই তো
এলাম তোমার দেশে, একটু যদি দুয়ার খোল।
দেখি
ঘুমের চোখে বুনছি বাসা, আশার আশা এই ধরণী,
সর্বনাশা
ঘোরের নেশা, মাগো, আমার কেহ নাই জননী।
দিন
ফুরালে শেষের বেলা, যদি ভুল হয়ে যায় ভাঙতে খেলা—
শাসন
করে দু ঘা দিয়ে, টানতে কোলে, কানটি মো’লো!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন