এতো কথা কিসের!
তিরতির করে মাটি সরে, ঘর খালি হয়,
মাকড়সার ঝাঁক অন্তরীক্ষময়....
ক্রমশ চতুষ্কোন ঘোরে...
তবু এতো কথা কিসের?
মরচে পড়া টিনের চাল গলে এসেছে অশ্রু,
শ্রাবণস্নাত খড়ের গাদার ঘ্রাণ, দুধেল গাইয়ের ডাক,
চড়ুইয়েরা বাড়ি ফেরে...
সমস্ত ডুবে যায়, প্রায় সকলি গেছে,
আবির্ভাবের পর অপ্রতিরোধ্য অন্তর্ধান-
সত্য মেনে, আঁধারে আকাশ ঘেরে-
ঠিক তেমন।
তবু এতো কথা কিসের?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন