রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

শঙ্করাকে ডাকে!

 

আছি এটুক জায়গা করে, এই তো পথের বাঁকে।

আশার আশে বিশাখে কি, জলে চিত্র আঁকে।

 

সে ভবতলে পঙ্ক ঘেঁটে, ছ’টা ভূতের বেগার খেটে,

জোটায় কি ছাই, জানিনে ভাই, ম’লো রে বিপাকে!

ও তার আপনি শোবার হয় না রে ঠাঁই,

শঙ্করাকে ডাকে!

 

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...