রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

শঙ্করাকে ডাকে!

 

আছি এটুক জায়গা করে, এই তো পথের বাঁকে।

আশার আশে বিশাখে কি, জলে চিত্র আঁকে।

 

সে ভবতলে পঙ্ক ঘেঁটে, ছ’টা ভূতের বেগার খেটে,

জোটায় কি ছাই, জানিনে ভাই, ম’লো রে বিপাকে!

ও তার আপনি শোবার হয় না রে ঠাঁই,

শঙ্করাকে ডাকে!

 

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...