সোমবার, ৪ এপ্রিল, ২০২২

মিথ্যে-মদির

এত যে কথার কলা, এত যে অযথা দ্বেষ,
কে জানে যাচ্ছে কোথা, কোথায় সবের শেষ
এত যে তীরের ফলা বিষে মেখে ছোঁড়ো বুকে,
এত যে ভাসছ সুখে, কেউ যদি ডোবে দুখে;
কি করে জমাতে পারো তলে তলে এত ঘৃণা, 
যে হৃদয়ে সুর জাগে, যে হৃদয়ে বাঁধো বীণা
তাতেও কি করে ওঠে এত অ-প্রেমের আবাহন,
কি ভেবে কবিতা নামে, তাও কেন প্রয়োজন-
যখন, মানুষ হবার দায় চুকিয়ে রয়েছি ভালো,
তবে মিথ্যে-মদির হোক, মাঝরাতে তাই ঢালো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...