বসন্তের
মাঝে উড়ে আসা মেঘ—
আমি
অনভিপ্রেত, অনিকেত, ফিরি লোকান্তরে—
গৃহহীন,
গন্তব্যহীন; অধীর জলতরঙ্গ বুকে—
উদাসী
হাওয়ায় যেন,
যেন
বেহাগ গাইতে চেয়ে কোমল নিষাদ সুরে—
প্রবল
অসুখে—
আমি
মল্লার হয়ে ভেঙে পড়েছি।
বাহুলতায়
বাঁধো,
না হয়
বাঁধো কণ্টকশোভিত, নিপুণ ছলনে, মাল্যে।
তবু
আমি অধরা, তবু আমি নশ্বর—
আমি
ঈশ্বরের মত বধির হয়েছি দ্যাখো,
চোখ
খোলো, খোলো, অতঃপর—
বোঝো— বাতাস কি অবরুদ্ধ হয়!
আমি
বেনামী, কুল-গোত্রহারা—
প্রার্থিত
সুধা মন্থনলগ্নে আমি যেন কালকূট—
বীণাপাণির
দানে— নিয়ত লক্ষ্মীছাড়া,
আমি
পথে পথে ঘুরি।
আশা
নেই,
কয়েকছত্র
ভাষায় বুনেছি হৃদয়,
মুচড়ে
মুচড়ে দিয়েছি সুর—
প্রবল
বেগে ধরেছি লয়—
মত্ত
মদ্যপ নেশায় চুর—
আকন্ঠ
গরল ধারায়, আমি বেঁচে আছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন