বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

অদেখারে দেখা

 

চিনিনে তোমারে জানিনে কিছুই,

জুড়ে দিয়ে শত অভিধায়

অন্তরলোকে খুঁজতে পারিনে, অন্ধ;

তাই বন্ধ দেউলে চিত ধায়

 

হায়

ছেঁড়া ছেঁড়া কথা ছুঁড়ে ছুঁড়ে কত দ্বন্দ্ব,

মন্ত্র তন্ত্র কাঁসর ঘন্টা ছন্দ

ধুপধুনো আর বেছে তোলা ফুল গন্ধে

বিচার, নিষ্ঠা, আচারিক ভাল মন্দে

অদেখারে কি বা দেখা যায়?

 

 

 

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...