মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

মৃত্যু মাতাল

 

কিছু কথা গেল না রাখা,

কিছু স্মৃতি বরষাস্নাত বিকেল রৌদ্র মাখা-

জানালার কাঠে গাঁথা- 

সোঁদা গন্ধে ডুবে গেছে প্রদোষ বেলা।


ভেঙো না ঘুম, 

এই বিলোল অলস মদালস স্বপন ভ্রম যেন-

যুগযুগান্ত থাকে। তটিনী-বাঁকে-

নচেৎ যুযুধান কল্লোলে যে তরঙ্গ হানে রাত-

তাতে আমৃত্যু অতন্দ্র রবে;

আঁধার নিজ্ঝুম, প্রকট সংঘাত! 


অতল আঁখির কোটরে কাটে তাল-

লয় মান সুর, নিপাট খামখেয়াল-

দ্ব্যর্থহীন অর্থহীনতার গভীরে গেছি ভেসে-

আমি কোটি বহ্মার কোটি কল্প কাল- 

অল্প অল্প করে কি এক সর্বনেশে-


নেশায় হয়েছি চুর-

পুরোদস্তুর মৃত্যু-মাতাল!

বুধবার, ২৪ আগস্ট, ২০২২

আমি আজ বহুদূর

 

বিঘ্ননাশন ঈশ-অরিঘ্ন, 

এই গতিহারা তরী-অরিত্রে রাখো হাত,

তরঙ্গঘায়ে হয়েছে ভগ্ন-

তরণী, বরষা-নিকষ, আগত দারুণ রাত!

ঘনঘোর মেঘরবে 

আজ হৃদয়তন্ত্রী তরাসে যাচ্ছে ছিঁড়ে,

এত অহমিকা, দম্ভ ও গৌরবে-

যেতে নারি ফিরে ফেলে আসা নদীতীরে-

যেখানে ছোট্ট প্রদীপ শিখায়

হতেছে জ্যোতিপ্রপাত-

দীনের কুটিরে, দোতারায় বাজে সুর-

আমি আজ বহুদূর! 



শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

পাশ ছাড়ে না সর্বনাশী

 

মনের মতন জুটলে জমি ভাবছ এবার করবে কৃষি,

জলে ভিজে, রোদে পুড়ে- ছয় বলদে কতই চষি

লাগিয়ে শেষে শস্য চারা, আনন্দে কও ‘দুর্গা তারা’

ভবের কর্ম হইল সারা, আনন্দে রও খোদার খাসী! 

চিন্তিয়ে ভাই বিশাখ ভাষে, জনম গেল জমির আশে,

বদ্ধ এমন আশার পাশে, পাশ ছাড়ে না সর্বনাশী! 


শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

দেশের ভোটার

 

কুণাল পাগোল, পাত্থো পাগোল, ইট্টু পাগোল দিদি,

পাপ্পু পাগোল, কেজ্রি পাগোল, পাগোল নরেন মোদী!

হদ্দো পাগোল, বদ্ধো পাগোল, ছাগোল-পাগোল মোরা

আধা পাগোল গাধাও আছেন, পাগোল গরু ঘোড়া-

ভেড়া-টেরা, বলির পাঁঠা; ব্যালট পেপার, ভাগ্যে ঝাঁটা,

আজ্ঞে বলে খাঁড়ায় কাটা- হচ্ছি, পাগোল পারা-

ওহে বৃষোৎসর্গ-ষণ্ড সম- আমরা গোয়াল ছাড়া!  


দেশের ভোটার যারা! 

সোমবার, ১ আগস্ট, ২০২২

মুচুকুন্দ

 

মান্ধাতার মুচুকুন্দ 

যেন আমি, ত্রিদিবে ত্রিশতসহস্র বৎসর-

চরাচর ভুলে অসুরসংগ্রামে দিবা-যামী

বক্ষে বিঁধেছি বিষশর। 


অবশেষে খুইয়ে সকল প্রেম,

সকল স্নেহ, সাধের গেহ, 

বলি ‘হে বজ্রপাণি, স্বরগেশ্বর,

ত্রিদিবপতি, নিদ্রা দেহ- 

ঘুমাব আমি জনম জন্মান্তর!






গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...