মান্ধাতার মুচুকুন্দ
যেন আমি, ত্রিদিবে ত্রিশতসহস্র বৎসর-
চরাচর ভুলে অসুরসংগ্রামে দিবা-যামী
বক্ষে বিঁধেছি বিষশর।
অবশেষে খুইয়ে সকল প্রেম,
সকল স্নেহ, সাধের গেহ,
বলি ‘হে বজ্রপাণি, স্বরগেশ্বর,
ত্রিদিবপতি, নিদ্রা দেহ-
ঘুমাব আমি জনম জন্মান্তর!
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন