সোমবার, ১ আগস্ট, ২০২২

মুচুকুন্দ

 

মান্ধাতার মুচুকুন্দ 

যেন আমি, ত্রিদিবে ত্রিশতসহস্র বৎসর-

চরাচর ভুলে অসুরসংগ্রামে দিবা-যামী

বক্ষে বিঁধেছি বিষশর। 


অবশেষে খুইয়ে সকল প্রেম,

সকল স্নেহ, সাধের গেহ, 

বলি ‘হে বজ্রপাণি, স্বরগেশ্বর,

ত্রিদিবপতি, নিদ্রা দেহ- 

ঘুমাব আমি জনম জন্মান্তর!






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...