রবিবার, ৩১ জুলাই, ২০২২

দয়াময়

দয়াময়,
দুঃখে আছি বড়, 
রাত্রি ঘনায়ে আসে
দুঃসময়-
চান্দের গায়ে, হাওয়া লাগে,
স্বপন দেখি, ঘুম নাই,
পিঞ্জিরার পঙখী গেল উড়ি
জিঞ্জিরে ঝটকা লাগে;
ভয় হয়!

দয়াময়,
মাটির ঢেলার মতন ত্রস্ত আছি,
ঝড়জলে গলে যাই যদি
তোমার অন্তরালে,
নদীতে মিশে যাই,
তলাই অতলে
সলিলে ক্ষয়-

দয়াময়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...