শুক্রবার, ৮ জুলাই, ২০২২

তানপুরা রেখে, তরবারি তোর শানা

 

'দিন আর রইবি পরে-

দীন কুটীরে? ক্ষীণ কণ্ঠখানি-

তোল সিন্ধুরোলে 'জয় মা' বলে

বজ্র-সঘন বাণী-

দিতে পাড়ি উতল স্রোতে,

দখিন-মৃদুল বায়ুস্বন হতে-

ঝড়ের ঝনঝনানি-

বক্ষে ধরে, চক্ষে পুরে নেশা,

দিকহারা-তরী না যদি পায় দিশা,

তবু ধররে টানি-

দাঁড়খানি তার বাহুর বলে-

'জয় মা' বলে সিন্ধুরোলে

অভয়মন্ত্র মানি।


আয় আগল ভেঙে মৃত্যুপাগল ভোলা,

দক্ষসদনে কাল-ভৈরব-

দে রে দে, ওরে-

চন্দ্র তারকে চন্দ্রহাসের দোলা;

ফণীন্দ্র ফোঁসে গরজে প্রলয়-

বিষাণে বিকট ধ্বনি,

শরসন্ধানে টঙ্কার লাগে-

ভীষণ পিণাকপাণি

ধর মুরতি।


বক্ষে ধরে, চক্ষে পুরে নেশা,

ওঠ মহারথী, চাপকে ঘোড়ার হ্রেষা-

তোল তোল, রথে বাঁধ ধ্বজা-

আততায়ী দিল হানা,

তানপুরা রেখে, তরবারি তোর শানা।

















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...