ঘুমঘোরে হেরে লালচেলি
আজি গুরুদেব ভণে বিরহে,
"দরশ দিয়াছ, পরশ মাগিনু
নহিলে পরাণ রহে কি না রহে-
সংশয়ে আজি শঙ্কিত চিত,
তোমার চরণে হয়ে উপনীত,
শিঞ্জন-স্বনে বাঁচাও তাহারে,
তারে বাজাও নূতন মোহে!
গুরুদেব ভনে বিরহে!
ভুবনবিদিত আমি রসরাজ,
তুমি রসরাণী হও প্রিয়া মোর!
বাহু-বন্ধনে বাঁধিতে নিঠুর লাজ
স্বপন টুটিলে, দেখ আঁখিলোর-
মম, ধরা ভেসে যায়, যেন বন্যা-
তুমি সুবদনী, শত চাঁদ জিনি-
রূপ-বৈভবে ধন্যা-
অপাঙ্গে হানো অনঙ্গশর,
আমি জ্বলে হই তাতে অঙ্গার!
দাও প্রিয়া এই অনল নিভায়ে-
ঢালো বারি প্রেম গঙ্গার!
তোমার বিনা আমি কাঙ্গাল হতেছি-
চেলাগণে নিতি কহে।"
অপ্রকাশ ভাষে, গুরুদেব রোষে
গুরুলীলা তবু কহে!
গুরুদেব আছে বিরহে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন