চলে যাচ্ছি
টবের ফুল, মেঝের ধুল,
মেঘের কূল ছেড়ে।
শিয়ালদহে নৌকো তুলেছে নোঙ্গর,
আমি চলে যাচ্ছি
এ নগর-রৌরব-দহন ঝেড়ে,
ধুয়ে মুছে শীতল করি
দগ্ধ অন্তর বুড়ো বটের ছায়ায়,
এমনই বিশ্বাসে।
অসম্ভব ইশতেহারের ভাষণ সেধে
অসত্য নিত্য হাসে।
উপহাসে রক্ত তুলে মুখে
চলে যাচ্ছি দেখো
দু'ধারে টগরঘেরা পথ ধরে
নগর ফেলে দূরে কোথাও,
অরণ্যে নয়, নয় ভূধরকন্দরে,
সেখানে যাই-
যেখানে আমি ও একটি দোয়েল
এক সুরে গাইতে জানি গান৷
২৮০৭২০২২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন