বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

দেহরথের কথা

 


মম দেহরথে হয়ে রথী, অগতিরে দাও গতি,

নাও হে জগতপতি, তবে সারথির দায়ভার! 


ছ' অশ্ব ছ’দিক চলে, যুজিতে না পারি বলে, 

ক্লেদ-ক্লান্ত রক্তজলে, আমি সমুখ না হেরি আর! 


এসেছি সমরে একা, এ ছিল ললাটে লেখা,

দশেন্দ্রিয় দশপানে, আমি একেলা মানিনু হার!  


মিহিরে তিমিরে ঘেরে, নয়ন আঁধারে ফেরে, 

যাবে যদি রথ ছেড়ে, আমি শরণ বা মাগি কার? 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...