মধ্য নিশীথ মন্দ্র আবেশে মধ্যমে তার বাঁধা,
চন্দ্র সুপ্ত মল্লার মেঘে, গমকে নাচেরে বিজলি।
প্রহর ফুরায় ধীরে,
ঝোড়ো হাওয়া ওঠে বেগে;
ঝিমিয়ে ঘুমালো পুরনো গানের কলি
জোয়ারের জল ঘেঁষে এলো তীরে তীরে,
কলকলে ছলছলি।
কোন বরষের প্রথম আষাঢ় রাতে,
আশাহত কবি গীতিকার পাতা খুলে
জেঁকে আছে প্রাণ, বাতায়নে জাগে সুর,
দরিয়ার ঘাটে ডিঙিগুলো ওঠে দুলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন