মন বলি যাবে কোথা, কেন এত অভিমান!
প্রাণে যে জেগেছে কথা, সে কথায় বাঁধো গান!
কেউ আনে ফুলমালা, কেউ হানে বিষজ্বালা,
কারো মনে পারিজাত, কারো তূনে ভরা বাণ!
কেউ ছলে ভালবাসে, কেউ দুষে পরিহাসে,
এত কিছু মনে পুষে কোরো না গরল পান!
যেথা আছ থাকো সুখে, সুর ভরো ভাঙা বুকে,
হাসি রাখো সদা মুখে, লয়ে লয়ে বাঁধো তান!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন