মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

মৃত্যু মাতাল

 

কিছু কথা গেল না রাখা,

কিছু স্মৃতি বরষাস্নাত বিকেল রৌদ্র মাখা-

জানালার কাঠে গাঁথা- 

সোঁদা গন্ধে ডুবে গেছে প্রদোষ বেলা।


ভেঙো না ঘুম, 

এই বিলোল অলস মদালস স্বপন ভ্রম যেন-

যুগযুগান্ত থাকে। তটিনী-বাঁকে-

নচেৎ যুযুধান কল্লোলে যে তরঙ্গ হানে রাত-

তাতে আমৃত্যু অতন্দ্র রবে;

আঁধার নিজ্ঝুম, প্রকট সংঘাত! 


অতল আঁখির কোটরে কাটে তাল-

লয় মান সুর, নিপাট খামখেয়াল-

দ্ব্যর্থহীন অর্থহীনতার গভীরে গেছি ভেসে-

আমি কোটি বহ্মার কোটি কল্প কাল- 

অল্প অল্প করে কি এক সর্বনেশে-


নেশায় হয়েছি চুর-

পুরোদস্তুর মৃত্যু-মাতাল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...