শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

ললিত আলস্যের আজ বড় অসময়

 


তুমি কবি হও

পূর্নিমার জলে কল্লোলিনী

ঢেউ ভাঙার ধ্বনি তটের গায়

আছড়ে পড়, আঁকড়ে ধর গান-

প্লাবনে, হিল্লোল পবনে মৃদু বেগ, 

তুমি নিরালা সাম্পান-

হও, সশব্দে সমাকুল ক্রন্দসীর দেশে

ভিড়াও নিরয়-নিশ্চল-বাসনা-মুখ,

সুখেচ্ছু পাষাণে খোঁড়ো প্রাণ,

শোণিত ধার, কেতন-কৃপাণ-বাণ-

পরশু-ধনুর্হস্ত; হেসে-

দাঁড়াও- সমরে সূর্য

তুমি হও। 


ললিত আলস্যের আজ বড় অসময়! 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...