শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

কৈ লো শৈলজায়া

 

কৈ লো শৈলজায়া দুঃখরাতি পোহাইল,

মোছো মা নয়নজল, মহামায়া ঘরে এলো। 

আলো করি দশদিশি, হের হাসে উমাশশী,

মৃগেন্দ্রবাহনা হেরি নগেন্দ্র দুয়ার খোলো! 

সুরাসুরমুনিগণে যাহারে না পায় ধ্যানে

তাহারে পেয়েছ মা, এ ভাবিয়া দুখ ভোলো।

চিন্তিয়া বিশাখ ভনে, এ আনন্দ আয়োজনে

এ দীন পতিত জনে, মা’র কিগো মনে র’ল! 


এই বছর মাইকের হল্লায় একটি স্বরচিত আগমনী পেশ করতে পারলাম না গেয়ে। এই গানটা এই মাত্র লিখলাম। ইচ্ছে রইল সামনের পূজায় গাইবার। 


৩০/১০/২০২২

পঞ্চমী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...