বুঝতে নারি, ঘোর কলি কাল
কোনটে পুজো, কোনটে থিম,
ভবিষ্য কি জানিনে ছাই-
হবিষ্যে খাই সেদ্ধ ডিম!
ঋণ করে চাই ঘি এর ধারা,
ফাও পেলে হই পাগলপারা,
রঙ-তামাশা লাগামছাড়া-
কে খেতে চায় হিম বা শিম?
চটকে দিয়ে পিণ্ডি কত,
মাইক বাজে গো কয়েক শত,
অমায়িকের দলে যত-
বোলচে 'মশাই ততঃ কিম?’
বুকের কথা নাই ক’ মুখে
সাহস কোথা দাঁড়াই ঠুকে,
দিনে কতক বিড়ি ফুঁকে-
ফর্শা হবার মাখছি ক্রিম!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন