সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

গরলস্নান

যে প্রশ্ন করতে শিখে গেছে

সে জানে- উত্তর চাইতে নেই,

বরং স্তব্ধ হবার দিন ঘনায় ঘোর

একটু একটু করে।

বহিষ্কারের পথে রাত্রি করে ভীড়,

ত্যক্ত ঘর দোর

মর্মন্তুদ বলে জাপটে ধরে

পাঁজরার হাড়। বিধাতা বধির! 


জিজ্ঞাসার বধ্যভূমি জাগে-

আকাশে হাহাকার-

মাতম লাগে ঝড়ে, দিগ্বিদিক-

শূন্য প্রাণ ছোটে অকুস্থল ছেড়ে,

জানে না ঠিক-বেঠিক,

আচার অনাচার

শুধু জানে বাঁচতে হবে। 


জিজ্ঞাস্য কিছু নেই,

দেখো ঘাটে ভিড়েছে সাম্পান! 

ওপারে বোধিদ্রুম,

হয়ত বা, এপারে গরলস্নান। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...